১২ বছর পর সিরিয়া ও সৌদি আরবের মধ্যে বেসামরিক বিমান চলাচল শুরু
(last modified Thu, 06 Jun 2024 09:06:19 GMT )
জুন ০৬, ২০২৪ ১৫:০৬ Asia/Dhaka
  • ১২ বছর পর সিরিয়া ও সৌদি আরবের মধ্যে বেসামরিক বিমান চলাচল শুরু

সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে ১২ বছর ধরে বেসামরিক বিমান চলাচল বন্ধ থাকার পর নতুন করে তা আবার শুরু হয়েছে। চলতি হজ মৌসুমে হজযাত্রী বহনের মধ্য দিয়ে এই বিমান চলাচল শুরু হয় এবং এর মধ্য দিয়ে দুই আরব দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় রচিত হলো। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২৭০ জন সিরিয়ার হজযাত্রীকে নিয়ে ২৮ মে রাজধানী দামেস্ক থেকে সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছেড়ে যায়। সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সোলাইমান খলিল এএফপিকে বলেন, আগামী দিনগুলোতে আরো বিমানের ফ্লাইট চলাচল করবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত আপাতত হজ মৌসুমের জন্য কার্যকর হবে তবে দু দেশের মধ্যে সরাসরি বেসামরিক বিমান চলাচলের বিষয়টি বিশ্লেষণ করে দেখা হবে।  

সিরিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থার পরিচালক বাসেম মানসুর ইঙ্গিত দিয়েছিলেন যে, সিরিয়া ও সৌদি আরবের মধ্যে বিমানের ফ্লাইট নতুন করে চালু হলে তা অন্য দেশকেও ট্রানজিটের জন্য সিরিয়ার আকাশসীমা ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহিত করবে।

সম্প্রতি সৌদি আরব সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। তার আগে দামেস্কে দূতাবাস খুলেছিল রিয়াদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যখন পহেলা জুন সিরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে তখন সৌদি আরব দামেস্কের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর দামেস্ক সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করলে সৌদি আরব দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ