রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যা পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে গুলি করে হত্যা
বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে তিন তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
আজ (সোমবার) ভোররাতে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খাঁন (১৮)।
রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল জানান, বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাত রোহিঙ্গা উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে প্রবেশ করেন। এ সময় পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে তাদের ওপর পাল্টা হামলা করেন। এ সময় তারা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গা তরুণকে হত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিন রোহিঙ্গা তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার অন্যতম নেতা মো. শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজসহ পাঁচজন জনকে গ্রেফতার করেছে র্যাব ১৫। সোমবার দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি- ব্লকের মৃত আবুল বাশার প্রকাশ মৌলভী নাছের ছেলে মো. শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর ডি ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে মো. ফয়সাল প্রকাশ মাস্টার ফয়সেল (২৮), ক্যাম্প-২০ এর মৃত মৌলভী রহমত উল্ল্যার ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), বালুখালী ক্যাম্প-৮/ই ব্লক-বি/৪৪ এর মৃত করিম উল্ল্যার ছেলে মো. সালাম প্রকাশ মাস্টার সালাম (২০), ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর আনু মিয়ার ছেলে মো. জুবায়ের (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি দেশি এলজি, একটি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, ৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১০