যুদ্ধংদেহী আমেরিকাকে চূড়ান্ত জবাব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i138584-যুদ্ধংদেহী_আমেরিকাকে_চূড়ান্ত_জবাব_দেয়ার_প্রতিশ্রুতি_ব্যক্ত_করল_রাশিয়া
আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্টোনভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধংদেহী পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো। একই সাথে তিনি বলেছেন, যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায়, তাতেও প্রস্তুত রয়েছে তার দেশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২৪ ১৫:১৫ Asia/Dhaka
  • আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত
    আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্টোনভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধংদেহী পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো। একই সাথে তিনি বলেছেন, যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায়, তাতেও প্রস্তুত রয়েছে তার দেশ।

গতকাল (বুধবার) রাশিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেছেন অ্যান্টোনভ। একইদিন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে; এর বিরোধিতা করে মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে মার্কিন সরকার নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে রুশ জনগণকে অভিনন্দন জানিয়েছে।

তিনি বলেন, আমেরিকার মিত্র হওয়ার জন্য রাশিয়া কখনোই পীড়াপিড়ি করছে না। তবে সততা ও সমতার ভিত্তিতে আমেরিকার সাথে সংলাপে বসতে মস্কো আন্তরিক। এ সত্ত্বেও আমেরিকা যে যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে তার চূড়ান্ত জবাব দেয়ার জন্য তারা আমাদেরকে বাধ্য করছে, আমরা প্রয়োজনে সেই জবাব দেব।”#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।