জুন ১৭, ২০২৪ ১৪:২৫ Asia/Dhaka
  • রাফা অভিযানে ইসরাইলি বাহিনীর পরাজয় আরো স্পষ্ট হয়েছে: আবু উবায়দা

গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে একটি জটিল হামলার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।  শনিবারের ওই এক হামলায় আট ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত জানুয়ারির পর এক হামলায় এত বেশি দখলদার সেনা আর নিহত হয়নি।

ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক বিবৃতিতে বলেছেন, “রাফায় আমাদের জটিল ও উচ্চ মানের অভিযানটি আমাদের প্রতিরোধের মুখে শত্রু বাহিনীর পরাজয়ের আরেকটি বড় প্রমাণ। এটি ছিল দখলদার সেনাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক আঘাত… এবং আমাদের হাতে আরো চমক রয়েছে।”

তিনি বলেন, গাজা-ভিত্তিক প্রতিরোধ যোদ্ধারা যেখানেই প্রয়োজন সেখানেই তাদের ‘বেদনাদায়ক আঘাত’ চালিয়ে যাবেন।  আর ইসরাইলি সেনারা ফিলিস্তিনি এই ভূখণ্ডে তাদেরকে হত্যা করার আঘাত ছাড়া আর কিছু দেখতে পাবে না।

শনিবার রাফায় মূলত ইসরাইলের একটি অত্যাধুনিক সাঁজোয়া যানে আঘাত হানেন হামাস যোদ্ধারা। এতে ওই যানের আরোহী আট ইসরাইলি সেনা আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এরপর তাদের সাহায্যে এগিয়ে আসা বাহিনীর ওপরও হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা।

হামাস ওই হামলার কথা শনিবারই ঘোষণা করলেও ইসরাইলি বাহিনী রোববার একথা স্বীকার করে। এদিন দখলদার বাহিনী জানায়, শনিবার উত্তর গাজায় তাদের আরো দুই সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজায় স্থল আগ্রাসন শুরু করার পর প্রতিরোধ যোদ্ধাদের হাতে মোট ৩১১ ইসরাইলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল তেল আবিব। তবে নিহত প্রকৃত ইহুদিবাদী সেনার সংখ্যা আরো অনেক বেশি বলে ফিলিস্তিনিরা মনে করছেন। তারা বলছেন, ইসরাইলিরা তাদের হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৭

ট্যাগ