ইসরাইলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়লো হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i138808-ইসরাইলকে_লক্ষ্য_করে_ঝাঁকে_ঝাঁকে_রকেট_ছুড়লো_হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। ইসরাইলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেয়ার পর হিজবুল্লাহ এই রকেট হামলা চালালো। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২৪ ১১:২৪ Asia/Dhaka
  • ইসরাইলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়লো হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। ইসরাইলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেয়ার পর হিজবুল্লাহ এই রকেট হামলা চালালো। 

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন কাতিউশা রকেট এবং কামানের গোলা ছুঁড়েছে। হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননের ইয়ারুন এবং খিয়াম শহরে হামলা চালানোর পর তারা রকেট ছুঁড়ে পাল্টা জবাব দিয়েছে। 

ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে, প্রায় ১৫টি রকেট ইসরাইলের কিরিয়াত শামনা এলাকায় আঘাত হানে। এর একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ইসরাইল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে সর্বোচ্চ কর্তৃপক্ষ। 

ইসরাইলের এই হুমকির পর হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতকাল (বুধবার) এক ভাসনে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরাইলের ভেতরে কোনো নিরাপদ জায়গায় থাকবে না। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ অবশ্যই স্থল, সমুদ্র এবং আকাশপথে হামলা চালাবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৯