সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনা করতে সম্মত ইরান ও বাহরাইন
https://parstoday.ir/bn/news/event-i138952-সম্পর্ক_পুনঃস্থাপনের_আলোচনা_করতে_সম্মত_ইরান_ও_বাহরাইন
আট বছরেরও বেশি সময় পর ইরান ও বাহরাইন নিজেদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। গতকাল (সোমবার) তেহরানে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২৪ ১২:৩৩ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি ও তার বাহরাইনি সমকক্ষ আব্দুল্লতিফ বিন রশিদ
    পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি ও তার বাহরাইনি সমকক্ষ আব্দুল্লতিফ বিন রশিদ

আট বছরেরও বেশি সময় পর ইরান ও বাহরাইন নিজেদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। গতকাল (সোমবার) তেহরানে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি ও তার বাহরাইনি সমকক্ষ আব্দুল্লতিফ বিন রশিদ আলে জায়ানির মধ্যে এক বৈঠকে এ সমঝোতা হয়েছে। 

এশিয়া কো-অপারেশন ডায়লগ বা এসিডিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে তেহরানে অবস্থান করছেন। 

বিবৃতিতে বলা হয়, দু’দেশের শীর্ষ কূটনীতিকরা ইরান ও বাহরাইনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক, যৌথ ইতিহাস ও স্বার্থ এবং ধর্মীয় ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের কাঠামোর আওতায় দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

এতে আরো বলা হয়, বৈঠকে দু’দেশ তেহরান ও মানামার মধ্যে রাজনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে আলোচনা শুরু করার প্রয়োজনীয় কৌশল প্রণয়ন করতে সম্মত হয়েছে। 

এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিদি জানিয়েছিলেন, তার দেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য বাহরাইন রাশিয়ার মাধ্যমে তেহরানের কাছে একটি বার্তা পাঠিয়েছে। 

তারও এক সপ্তাহ আগে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা চীন সফরে গিয়ে বলেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

২০১৬ সালের ৩ জানুয়ারি সৌদি সরকার দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। এর প্রতিবাদে ইরানের হাজার হাজার জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। ইরানের ক্ষুব্ধ জনতা তেহরানস্থ সৌদি দূতাবাস ও মাশহাদস্থ সৌদি কনস্যুলেটে হামলা চালায়। 

ওই হামলার প্রতিক্রিয়ায় ২০১৬ সালের ৪ জানুয়ারি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। রিয়াদের পদাঙ্ক অনুসরণ করে তখনই তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মানামা।

তবে সাত বছরের বিরতির পর ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করে সৌদি আরব। বর্তমানে উভয় দেশে পরস্পরের দূতাবাস পূর্ণ মাত্রায় কাজ করছে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন