ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটকেন্দ্রে সর্বস্তরের মানুষের উপস্থিতি
(last modified Sat, 29 Jun 2024 12:22:56 GMT )
জুন ২৯, ২০২৪ ১৮:২২ Asia/Dhaka
  • দিনের প্রথম প্রহরে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা
    দিনের প্রথম প্রহরে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা

গতকাল অনুষ্ঠিত ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে স্থাপিত নির্বাচনি সদরদপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামি স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।  

ভোট দিচ্ছেন মাসুদ পেজেশকিয়ান

ঘোষিত ফলাফলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এক কোটি চার লাখ ১৫ হাজার ৯৯১ ভোট পেয়ে প্রথম পর্বে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ৩৪০ ভোট।

ভোট কেন্দ্রে সাঈদ জালিলি

গতকাল  সকাল ৮টা থেকে দেশের অভ্যন্তরে ৫৮ হাজার ৬৪০টি এবং বিদেশের ৩৪৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা নির্ধারিত থাকলেও তিন দফা সময় বাড়ানোর পর রাত ১২টায় তা শেষ হয়। 

ভোটকেন্দ্রে মোহাম্মদ বাকের কলিবফ

গতকাল স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রথম প্রহরেই নিজের ভোট প্রদান করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এরপর সকল প্রেসিডেন্ট প্রার্থী, সাবেক প্রেসিডেন্টবৃন্দ, মন্ত্রিপরিষদ সদস্যগণ, সামরিক কর্মকর্তাবৃন্দ, শীর্ষস্থানীয় আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিচ্ছেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ জান্নাতি

বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন তাদের নিজস্ব পোশাক পরে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হন। নব দম্পতিদের ভোট কেন্দ্রে দেখা যায় বিয়ের পোশাকে।

ভোট দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি

বৃদ্ধ-বৃদ্ধাদেরও দেখা যায় লাঠিতে ভর করে কিংবা হুইল চেয়ারে করে ভোট কেন্দ্রে আসতে। সর্বত্র দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।