নির্বাচনে ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
(last modified Sun, 30 Jun 2024 03:39:48 GMT )
জুন ৩০, ২০২৪ ০৯:৩৯ Asia/Dhaka
  • নির্বাচনে ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপকভাবে ভোট দিতে আসায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত প্র্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের। তিনি বলেছেন, আগামী শুক্রবারের রান-অফ ভোটের দিন ভোটারদের আরো বেশি অংশগ্রহণ ইরানের শত্রুদের হতাশ করবে।

মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির উত্তরসুরি নির্ধারণ করতে শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চার প্রার্থীর কেউ শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ার কারণে শনিবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এর ফলে আগামী ৫ জুলাই, শুক্রবার, সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে রান-অফ বা দ্বিতীয় পর্বের প্রতিদ্বন্দ্বিতা হবে। ওই দিনের ভোটে বিজয়ী প্রার্থী পরবর্তী চার বছরের জন্য ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হবে।

শুক্রবারের নির্বাচনের ফল ঘোষণার দিন শনিবার এক বক্তৃতায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের নির্বাচনে অংশগ্রহণ করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের অংশগ্রহণকে ‘ধর্মভিত্তিক গণতন্ত্রের শক্তিমত্তার আরেকটি প্রদর্শনী’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী শুক্রবারের রান-অফ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ আরো বেশি হবে এবং সেদিন ইরানের শত্রুরা আরো বেশি হতাশ হবে। তিনি ইরানের নির্বাচনি প্রক্রিয়ায় জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট রায়িসির জীবদ্দশায় মোহাম্মাদ মোখবের ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গতমাসে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় রায়িসির শাহাদাতের পর তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধতকা পালন করেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০

ট্যাগ