‘পশ্চিম এশিয়ায় যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট’
(last modified Sun, 30 Jun 2024 03:43:29 GMT )
জুন ৩০, ২০২৪ ০৯:৪৩ Asia/Dhaka
  • ‘পশ্চিম এশিয়ায় যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট’

এখন থেকে বিশ্ব মুসলিম নিজেরাই তাদের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে বলে প্রত্যয় জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।  তিনি বলেছেন, সন্ত্রাস বিরোধী প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ায় যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে।

তিনি গতকাল (শনিবার) ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত ‘মাজার রক্ষা ও প্রতিরোধ সংগ্রামে শহীদদের আন্তর্জাতিক কংগ্রেসে’ দেয়া এক বক্তৃতায় এ প্রত্যয় জানান।

মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট গাজাবাসীর সহযোগিতায় অটল থাকার কারণে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় শক্ত প্রতিরোধ চালিয়ে যাবে বলে জেনারেল সালামি আশ্বাস দেন।

ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রশংসা করে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যে, জিহাদ ও শাহাদাতের মধ্যেই মুসলমানদের সম্মান ও মর্যাদা নিহিত রয়েছে।

সালামি বলেন, পশ্চিমারা এই সত্যটি ভালো করেই জানে যে মুসলিম বিশ্ব ছাড়া বিশ্বের কোনো শক্তিই নিজেদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারবে না।  তিনি বলেন, পশ্চিমা দাম্ভিক শক্তিগুলো মুসলিম বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এবং প্রায় এক শতাব্দি আগে ইহুদিবাদী ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র তৈরি করেছে।

জেনারেল সালামি বলেন, পশ্চিমারা একসঙ্গে বসে, চুক্তি স্বাক্ষর করে, মুসলিম দেশগুলিকে নিজেদের মধ্যে বিভক্ত করে নিয়েছে এবং মুসলমানদেরকে দরিদ্র, অসহায় ও পশ্চাদপদ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পশ্চিমাদের ইচ্ছা অনুযায়ী বিশ্বের চলার দিন শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের এই সিনিয়র সেনা কমান্ডার বলেন, “মুসলিমরা আর পাশ্চাত্যের আধিপত্যের কাছে মাথা নত করতে চায় না। পশ্চিমা আধিপত্যকামী রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণে থাকার চেয়ে তারা লড়াই করে মৃত্যুকে আলিঙ্গন করাকে শ্রেয় মনে করে।”#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩০