নতুন করে আবেদনের নির্দেশ রাজ্যপালকে
হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় পদ্ধতিগত ত্রুটি, কাল শুনানি
পদ্ধতিগত ত্রুটির কারণে বুধবার মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবার হবে ওই মামলার শুনানি ৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোলকাতা হাইকোর্টে আজ মানহানির মামলা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
তবে পদ্ধতিগত ত্রুটির কারণে মামলার শুনানি পিছিয়ে আগামীকাল হবার কথা রয়েছে। কোলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
বিচারপতি রাও রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদীর কাছে জানতে চান, যে সব সংবাদপত্রের বা সংবাদমাধ্যমের খবরকে ভিত্তি করে মামলা করেছেন রাজ্যপাল, তাদের এই মামলায় যুক্ত করা হয়েছে কি না? আইনজীবী জানান, সেটা করা হয়নি। তার পরই বিচারপতি মামলা পুনরায় নথিভুক্ত করতে নির্দেশ দেন।
উল্লেখ্য “সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাজভবনে গিয়ে শপথ নেবেন না বলে জানান। রাজভবনে যাওয়ার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যপালকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন বলে অভিযোগ। এছাড়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও রাজ্যপালকে নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন বলে জানান রাজ্যপালের আইনজীবী।

সদ্য বিজয়ী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের নামও মুখ্যমন্ত্রীর মামলায় জুড়ে দেয়া হয়েছে।
তবে বিচারপতি রাও রাজ্যপালের আইনজীবীকে বলেন, মামলা প্রত্যাহার করে পুনরায় নথিভুক্ত করুন। মামলাটিতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩