রুশ রাষ্ট্রদূতের তথ্য
ইরান-রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দিদভ জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুই পক্ষের কর্মকর্তারা চুক্তিটি সইয়ের জন্য প্রস্তুত করছেন।
গতকাল (বৃহস্পতিবার) ইস্পাহান শহর সফরের সময় তিনি জানান, দুই পক্ষ অদূর ভবিষ্যতে ইরান-রাশিয়া পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চূড়ান্ত করার জন্য ক্ষেত্র তৈরি করছে। অ্যালেক্সি দিদভ আশা করেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি দুদেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার যে পথ দেখিয়ে গেছেন তা অনুসরণ অব্যাহত থাকবে।
রুশ রাষ্ট্রদূত বলেন, ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটবে। ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইস্পাহানকে কৌশলগত প্রদেশ হিসেবে উল্লেখ করে অ্যালেক্সি দিদভ বলেন, যদিও রাশিয়া ইরানে, বিশেষ করে ইস্পাহানে পণ্য রপ্তানি করে তবে দু দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য আরো বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
ইরানের শুল্ক বিভাগের তথ্য অনুসারে, ইস্পাহান প্রদেশ থেকে চলতি বছরের প্রথম দুই মাসে ১০ লাখ ডলারের বেশি পণ্য রপ্তানি করা হয়। গত বছরের একই সময়ের চেয়ে এই বাণিজ্যের পরিমাণ প্রায় ৫ গুণ বেশি।
ইরান-রাশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইস্ফাহানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি জোর দিয়ে তুলে ধরেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৫