অবশেষে শপথ নিলেন বিধায়ক সায়ন্তিকা-রেয়াত, অধিবেশন বয়কট বিজেপির
https://parstoday.ir/bn/news/event-i139310-অবশেষে_শপথ_নিলেন_বিধায়ক_সায়ন্তিকা_রেয়াত_অধিবেশন_বয়কট_বিজেপির
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা বনাম রাজ্যপালের নজিরবিহীন সংঘাতের পর অবশেষে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৫, ২০২৪ ১৬:৪৩ Asia/Dhaka
  • অবশেষে শপথ নিলেন বিধায়ক সায়ন্তিকা-রেয়াত, অধিবেশন বয়কট বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা বনাম রাজ্যপালের নজিরবিহীন সংঘাতের পর অবশেষে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার।

স্পিকার বিমান বন্দোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ দেয়া হয়। তবে ডেপুটি স্পিকারের পরিবর্তে আজ স্পিকারই তাঁদের শপথ বাক্য পাঠ করালেন। 

গত ৪ জুন, লোকসভার পাশাপাশি রাজ্যের ২ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলপ্রকাশ করা হয়। বরানগর কেন্দ্রে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার। এরপর তাদের শপথ গ্রহণের বিষয়টি নিয়ে বিধানসভা ও রাজ্যপালের মধ্যে নজিরবিহীন সংঘাত সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা পর্যন্ত করেছেন রাজ্যপাল।

এরপর বৃহস্পতিবার ২৪ ঘণ্টার নোটিসে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কথা জানান স্পিকার। সেই অনুযায়ী  আজ শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন বসে।

বিশেষ অধিবেশনের শুরুতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “১৮৮ ধারা অনুযায়ী জয়ী প্রত্যেককে শপথ নিতে হয়। এটাই রীতি যে স্পিকারের সামনে বিধানসভায় শপথ নেন বিধায়করা। কিন্তু এই দুজনের ক্ষেত্রে দেখা গেল রাজভবনে বারবার জানানোর পরও রাজভবন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে ১৮৮ ধারা অনুযায়ী দুই বিধায়ককে শপথ পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকারকে অনুমতি দেন স্পিকার।

তবে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করে বলেন, “যে সভায় স্পিকার উপস্থিত আছেন সেখানে আমি শপথ পড়ানোর ধৃষ্টতা দেখাতে পারব না। এরপর বিধানসভায় উপস্থিত সকলের সম্মতিতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। এদিকে, বিধানসভার বিশেষ অধিবেশন বয়কট করে বিজেপি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫