ইসরাইলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i139324-ইসরাইলের_বিরুদ্ধে_নতুন_করে_সামরিক_অভিযান_চালিয়েছে_হিজবুল্লাহ
দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে নতুন করে আরেক দফা সামরিক অভিযান চালিয়েছে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুলাই ০৬, ২০২৪ ০৯:৫১ Asia/Dhaka
  • উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা এলাকায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ
    উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা এলাকায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ

দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে নতুন করে আরেক দফা সামরিক অভিযান চালিয়েছে।

শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে।  ওই হামলায় অন্তত দু’জন ইসরাইলি সেনা আহত হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে।

এছাড়া, উত্তর ইসরাইলের স্লোমি বসতিতে অবস্থিত একটি ভবনেও রকেট হামলা চালানো হয়েছে। ভবনটি দখলদার সেনারা ব্যবহার করছিল।  হিজবুল্লাহর নিক্ষেপ করার এসব রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরাইলি সূত্রগুলো।

এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী সেনারা শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের আল-ফাখার ও কফার শুবা এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মর্টারের শেল নিক্ষেপ করেছে।

এর আগে, হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারই ইসরাইলি সেনাদের একটি জমায়েতস্থলে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালান যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করে। হামলার ফলে ওই এলাকায় আগুন লেগে যায় এবং ইসরাইলি বাহিনীর হতাহতের ঘটনা ঘটে।

হিজবুল্লাহর পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর ইসরাইলের বিভিন্ন সেনা অবস্থানে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।

ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে গত বছরের ৮ অক্টোবর থেকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরাইলি আগ্রাসন বন্ধ হওয়া মাত্র ইসরাইল-লেবানন সীমান্তে নিজেদের অভিযান বন্ধ করে দেবে হিজবুল্লাহ। #

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।