ইউক্রেনে প্রথমবারের মতো এফ-১৬ জঙ্গিবিমান পাঠাচ্ছে ন্যাটো মিত্ররা
(last modified Thu, 11 Jul 2024 08:32:19 GMT )
জুলাই ১১, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • এফ-১৬ জঙ্গিবিমান
    এফ-১৬ জঙ্গিবিমান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ন্যাটো জোটের মিত্ররা প্রথমবারের মতো ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান পাঠাতে শুরু করেছে। তিনি বলেন, যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়াকে পিছু হটানোর জন্য কিয়েভকে এফ-১৬ জঙ্গিবিমান দেয়া হচ্ছে। 

ব্লিংকেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরো উন্নত যুদ্ধাস্ত্র দেয়ার যে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন তার অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ৬০টি এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার ব্যবস্থা করেছেন। জেলেনস্কি সম্প্রতি আমেরিকা ও ইউরোপের সহযোগিতা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত লড়াই চালাবেন বলে ঘোষণা দিয়েছেন। 

ন্যাটো শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় ব্লিংকেন জানান, ডেনমার্ক এবং নেদারল্যান্ড থেকে ইউক্রেনে এফ-১৬ জঙ্গিবিমান পাঠানো হচ্ছে। এই দুই দেশ থেকে ইউক্রেনে কতগুলো বিমান পাঠানো হচ্ছে তা উল্লেখ না করলেও ব্লিংকেন বলেন, চলতি গ্রীষ্মকালেই ইউক্রেনের আকাশে এফ-১৬ বিমান উড়বে।# 

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১

 

 

ট্যাগ