কোটা সংস্কার আন্দোলন
২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান আন্দোলনকারীরা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে।
আজ (রোববার১৪ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন।
রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দিয়ে গুলিস্তানে শিক্ষার্থীদের জমায়েতে ফিরে এসে তাঁরা বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের এক দফা দাবির বিষয়ে তাঁরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান। রাষ্ট্রপতির কাছেও তাঁরা সেই আবেদন রেখেছেন।
সরকারি চাকরিতে সব গ্রেডে সর্বোচ্চ ৫ শতাংশ (মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী) কোটা রেখে জাতীয় সংসদে আইন পাস করার এক দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে নাহিদ বলেন, ‘আমরা বলেছিলাম, ২৪ ঘণ্টার মধ্যে আমাদের বিরুদ্ধে শাহবাগ থানায় হওয়া অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে৷ এটি আমরা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দিচ্ছি৷ এর মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আমাদেক কর্মসূচি কঠোরতর হবে।’
এদিকে, শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, শিক্ষার্থীরা মামলা তোলার যতই আল্টিমেটাম দিক, তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। মেরিট দেখেই মামলা করা হয়েছে।
কোটা আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ইচ্ছা নেই: ওবায়দুল কাদের
অন্যদিকে, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই। ইতিপূর্বে বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষার্থীদের এই কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। মন্ত্রী বলেন, দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪