সিএনএন-কে বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
জেনারেল সোলাইমানি হত্যার মামলা এগিয়ে নিতে সমস্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য তেহরান সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি সক্ষমতা ব্যবহার করবে।
গতকাল (বুধবার) আমেরিকার নিউ ইয়র্ক শহরে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দেয়ার জন্য তিনি নিউ ইয়র্ক সফর করেন।
আলী বাকেরি কানি বলেন, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ইরান সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালাবে এবং এটি তেহরানের অধিকার।
গত সপ্তাহে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে তার সাথে ইরান জড়িত বলে মার্কিন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কেও প্রশ্ন করেন ফরিদ জাকারিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ আবারো সরাসরি নাকচ করে বলেন, জেনারেল কাসেম সোলামানিকে হত্যার বিষয়ে ইরান শুধুমাত্র অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইনি কাঠামোকে ব্যবহার করবে।
যুদ্ধ বিস্তারের হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আলী বাকেরি কানি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধকামী যোদ্ধাদের বিরুদ্ধে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে ও ক্ষতির মুখে পড়েছে তা পুষিয়ে নেয়ার জন্য এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঘটাতে চায়। কিন্তু তাদের এই কৌশল ভুল বলে প্রমাণ হবে এবং তারা নিজেদের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।