গত ২৪ ঘন্টায় ৩০ জনের বেশি ইহুদিবাদী সেনা আহত হয়েছে
https://parstoday.ir/bn/news/event-i139748-গত_২৪_ঘন্টায়_৩০_জনের_বেশি_ইহুদিবাদী_সেনা_আহত_হয়েছে
ইহুদিবাদী সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকাসহ জর্ডান নদীর পশ্চিম তীর এবং লেবাননে গত ২৪ ঘণ্টায় ৩২ ইসরাইলি সেনা আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৯, ২০২৪ ১৫:০৭ Asia/Dhaka
  • গত ২৪ ঘন্টায় ৩০ জনের বেশি ইহুদিবাদী সেনা আহত হয়েছে

ইহুদিবাদী সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকাসহ জর্ডান নদীর পশ্চিম তীর এবং লেবাননে গত ২৪ ঘণ্টায় ৩২ ইসরাইলি সেনা আহত হয়েছে।

মেহর নিউজ এজেন্সি গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইহুদিবাদী সেনাবাহিনী ঘোষণা করেছে যে ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ৯ হাজার ৪০০ আহত ইসরাইলি সেনাকে রিহেবিলিটেশন বা পুনর্বাসন বিভাগে স্থানান্তর করা হয়েছে।

ইসরাইলি সেনা মুখপাত্রের ড্যানিয়েল হাগারির ভাষ্য অনুযায়ী আহতদের মধ্যে শতকরা ৩৬ ভাগ সেনাই মানসিক ব্যাধিতে ভুগছে।

ইহুদিবাদী সেনা মুখপাত্র স্বীকার করেছেন যে গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে তাদের প্রায় ৭০০ সেনা নিহত হয়েছে এবং হাজার হাজার সেনা আহত হয়েছে।

হাগারি আরও বলেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস এবং বিপজ্জনক মানসিক সমস্যায় যারা ভুগছে তাদের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এর আগেও ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বক্তব্যে বর্তমান সরকারের সেনাবাহিনীতে জনবলের অভাবের কথা স্বীকার করেছেন। তিনি জরুরি ভিত্তিতে অন্তত ১০ হাজার নতুন সেনা প্রয়োজন বলে ঘোষণা জানিয়েছেন।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল-টুয়েলভও এই সরকারের সেনাবাহিনীতে জনবল সংকটের কথা ঘোষণা করেছে।

ইসরাইল সরকারের মিডিয়াগুলো তাদের হতাহতের পরিসংখ্যান ঘোষণা করার ক্ষেত্রে সেনাবাহিনীর কঠোর সেন্সরশিপের কথা স্বীকার করেছে। ইসরাইলের অভ্যন্তরে আরও প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা ওই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

মিডিয়াগুলো অবশ্য আগে বলেছিল ইহুদিবাদী সেনাদের দেওয়া হতাহতের সংখ্যা হাসপাতালগুলোর দেওয়া সংখ্যার থেকে অনেকটাই আলাদা।#

পার্সটুডে/এনএম/১৯                      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।