'তেল আবিবে ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন'
-
আবু তোরাবিফার্দ
ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইয়েমেনের প্রতিরোধ সংগ্রামীরা আজ দখলদার ইসরাইলের তেল আবিবে সফল ড্রোন হামলা চালিয়ে আগ্রাসী শক্তির প্রতি আবারও হুঁশিয়ারি দিয়েছে। গাজার নিরপরাধ জনগণের বিরুদ্ধে মানবতার শত্রু ইসরাইলের পাশবিক গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
আজ শুক্রবার সকালে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি তেল আবিবে সফল ড্রোন হামলার খবর জানিয়েছেন। বড় আকারের একটি ড্রোন সাগর থেকে কম উচ্চতা দিয়ে উড়ে গিয়ে তেল আবিবে প্রবেশ করে এবং ইসরায়েলের সব ধরণের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়ে তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছে একটি ভবনে আঘাত করে।
ইয়েমেনিদের এই ড্রোন হামলা প্রসঙ্গে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যা গোটা মুসলিম বিশ্বের জন্য সম্মান ও মর্যাদার।
তিনি বলেন, ইয়েমেনিদের ড্রোনটি আজ দৃঢ়তার সঙ্গে মার্কিন দূতাবাসের খুব কাছে গিয়ে আঘাত হেনেছে এবং এই হামলা গাজায় আমাদের নিরপরাধ ভাই-বোনদের হত্যাকারী ইসরাইলের জন্য একটা সতর্কবার্তা। গাজায় গণহত্যার বিরুদ্ধে এটা এক হুঁশিয়ারি।
ইয়েমেনিদের পাঠানো আজকের ড্রোনের আঘাতে একজন জায়নিস্ট বা ইহুদিবাদী নিহত এবং ১০ জন আহত হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে এই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, এখন থেকে তেল আবিব আর জায়নিস্ট বা ইহুদিবাদীদের জন্য নিরাপদ নয়।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।