ইউরোপকে প্রতিরক্ষা ইউনিয়নে রূপান্তরের পরিকল্পনায় রাশিয়ার প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/event-i139760-ইউরোপকে_প্রতিরক্ষা_ইউনিয়নে_রূপান্তরের_পরিকল্পনায়_রাশিয়ার_প্রতিক্রিয়া
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ইউরোপকে একটি প্রতিরক্ষা ইউনিয়নে পরিনত করার পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে। এ পরিকল্পনার ব্যাপারে ইউরোপীয় কমিশন সম্প্রতি ঘোষণা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৯, ২০২৪ ১৯:২৩ Asia/Dhaka
  • ইউরোপকে প্রতিরক্ষা ইউনিয়নে রূপান্তরের পরিকল্পনায় রাশিয়ার প্রতিক্রিয়া

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ইউরোপকে একটি প্রতিরক্ষা ইউনিয়নে পরিনত করার পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে। এ পরিকল্পনার ব্যাপারে ইউরোপীয় কমিশন সম্প্রতি ঘোষণা দিয়েছে।

তাস বার্তা সংস্থা আরও জানায়, ভ্লাদিমির পুতিনের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বৃহস্পতিবার) বলেছেন: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের ইউরোপীয় ইউনিয়নকে একটি প্রতিরক্ষা ইউনিয়নে রূপান্তরিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। এ সম্পর্কে পেসকভ বলেন: ওই পরিকল্পনা থেকে বোঝা যায় ইউরোপীয় পররাষ্ট্রনীতিতে উত্তেজনা, দ্বন্দ্ব-সংঘাত এবং সামরিক নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে।

পেসকভ আরও বলেন, ইউরোপীয় কমিশনের প্রধান অগ্রাধিকার ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নকে একটি সামরিক রঙ দিতে চাচ্ছেন।  তিনি বলেন ইউরোপীয় কমিশনের প্রধানের প্রস্তাবিত কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা কঠিন। তবে এটা পরিষ্কার যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর এই কর্মসূচি উত্তর আটলান্টিক অ্যালায়েন্স বা ন্যাটো'র কাঠামোর মধ্যেই রয়েছে। ।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ভন ডার লাইন তার ঘোষিত পরিকল্পনায় ইউরোপীয় ইউনিয়নকে একটি প্রতিরক্ষা ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে ফরাসি বার্তা সংস্থা ভন ডেরলাইনকে উদ্ধৃত করে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে আগামী দশকে ৫০০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা উচিত।#

পার্সটুডে/এনএম/১৯                      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।