প্রচণ্ড দাবদাহের মধ্যে ইরানে বিদ্যুৎ চাহিদার নতুন রেকর্ড
https://parstoday.ir/bn/news/event-i139916-প্রচণ্ড_দাবদাহের_মধ্যে_ইরানে_বিদ্যুৎ_চাহিদার_নতুন_রেকর্ড
ইসলামী প্রজাতন্ত্র ইরানে বয়ে চলা ভয়াবহ দাবদাহের মধ্যে বিদ্যুৎ-চাহিদার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। গতকাল (বুধবার) দেশের কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৪ ১১:১০ Asia/Dhaka
  • প্রচণ্ড দাবদাহের মধ্যে ইরানে বিদ্যুৎ চাহিদার নতুন রেকর্ড

ইসলামী প্রজাতন্ত্র ইরানে বয়ে চলা ভয়াবহ দাবদাহের মধ্যে বিদ্যুৎ-চাহিদার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। গতকাল (বুধবার) দেশের কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। 

এ অবস্থায় গতকাল ইরানে বিদ্যুৎ চাহিদার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি তাভানির। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফা রাজাভি বলেন, গতকাল দেশে বিদ্যুৎ চাহিদা ছিল ৭৮.১০৬ গিগাওয়াট যা যেকোনো সময়ের চেয়ে বেশি এবং এটি নতুন রেকর্ড। 

রাজাভি জানান, গত বছর আগস্ট মাসের প্রথম দিকে দেশে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছিল। সেদিন ইরানে সর্বোচ্চ ৭৩.৪৬৭ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের রেকর্ড স্থাপিত হয়। গতকাল সেই রেকর্ড ভঙ্গ হয়েছে।

মোস্তাফা রাজাভি বলেন, দেশে কুলিং সিস্টেমে বিদ্যুতের ব্যবহার বেড়েছে যার কারণে সামগ্রিকভাবে বিদ্যুতের ব্যবহার আশ্চর্য রকমের বেড়ে গেছে। তবে পরিস্থিতি মোকাবেলার জন্য বিদ্যুতের সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলে জানান মোস্তাফা রাজাভি 

গতকাল আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমঞ্চলীয় আহওয়াজ শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। শহরটিতে পাঁচ লাখের বেশি মানুষ বসবাস করে। রাজধানী তেহরানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান জানান, দেশের চলমান দাবদাহ আরো ৫ দিন অব্যাহত থাকবে#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।