নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট মমতার
বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে পাল্টা কড়া জবাব মুখ্যমন্ত্রীর
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (ফাইল ফটো)
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় সরকারের তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে পাল্টা জবাবে তিনি বলেন, অন্যদের চেয়ে পররাষ্ট্র নীতি বেশি বোঝেন।
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ শনিবার (২৭ জুলাই) দিল্লিতে বাংলাদেশের কোটা সংস্কার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা একথা বলেন।
এর আগে ২১ জুলাই ধর্মতলার এক জনসমাবেশে মমতা ব্যানার্জি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ‘রক্ত ঝরছে’। তারা কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঐ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে 'নোট দিয়ে প্রতিবাদ জানায় ঢাকা।
এমন আবহে প্রতিবেশি দেশের বিষয়ে মন্তব্য করা রাজ্য সরকারের এখতিয়ারে পড়ে না বলে জানায় দেশটির কেন্দ্রীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কেন্দ্রীয় সরকারের এই প্রতিক্রিয়ায় ফের কড়া জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস সভানেত্রী বলেন, আমি সাত বারের সাংসদ, দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশ নীতি অন্য কারও চেয়ে ভাল জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়। বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত।’
নীতি আয়োগের বৈঠক থেকে মমতার ওয়াক আউট

এর আগে, আজ দিল্লিতে ভারতের প্রেসিডেন্ট ভবন রাইসিনা হিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে তিনি বলেন, ‘‘আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে।’তারই প্রতিবাদে বৈঠক ছেড়ে চলে এসেছি।#
পার্সটুডে/জিএআর/২৭