ইসরাইলের স্বার্থে জার্মানির ইসলামী কেন্দ্র বন্ধ করা হয়েছে
https://parstoday.ir/bn/news/event-i140012-ইসরাইলের_স্বার্থে_জার্মানির_ইসলামী_কেন্দ্র_বন্ধ_করা_হয়েছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইসরাইলের স্বার্থ রক্ষা করার জন্যই জার্মানির ইসলামী কেন্দ্র বন্ধ করা হয়েছে। তিনি বলেন, জার্মানির পক্ষ থেকে এটি নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • ইসরাইলের স্বার্থে জার্মানির ইসলামী কেন্দ্র বন্ধ করা হয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইসরাইলের স্বার্থ রক্ষা করার জন্যই জার্মানির ইসলামী কেন্দ্র বন্ধ করা হয়েছে। তিনি বলেন, জার্মানির পক্ষ থেকে এটি নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।

গতকাল (শনিবার) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বায়েরবকের সাথে ফোনালাপে এসব কথা বলেন আলী বাকেরি কানি। জার্মানি ইরানের ইসলামী সেন্টার বন্ধ করার ব্যাপারে যে অবৈধ রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে তার কঠোর সমালোচনা করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানির এই পদক্ষেপ মানবাধিকারের মূলনীতির পরিপন্থী। 

আলী বাকেরি কানি বলেন, ইসলামভীতি থেকে ইসলামী কেন্দ্র বন্ধ করা হয়েছে যার মূল লক্ষ্য ইহুদিবাদী ইসরাইলের সেবা করা। জার্মান সরকারকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে। 

গত বুধবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসলামী কেন্দ্র ও সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা নিষিদ্ধ ঘোষণা করে। এই কেন্দ্রকে জার্মান সরকার ইসলামী উগ্রবাদীদের সংস্থা বলে দাবি করেছে। জার্মান সরকার বলছে, এটি সংবিধান বিরোধী লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছে এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনকে সমর্থন করে। জার্মানি এর আগে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করেছে।

হামবুর্গ ইসলামী কেন্দ্র বন্ধ করার পাশাপাশি জার্মান সরকার শিয়া মুসলমানদের চারটি মসজিদ বন্ধ করে দিয়েছে যার মধ্যে হামবুর্গ ব্লু মসজিদ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮