সংখ্যালঘু ও বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় মমতার কড়া বার্তা
https://parstoday.ir/bn/news/event-i140074-সংখ্যালঘু_ও_বাংলা_ভাগ_ইস্যুতে_বিধানসভায়_মমতার_কড়া_বার্তা
সংখ্যালঘু ইস্যুতে নাম না করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে 'চাই না' বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্প্রতি বিধানসভা ভোটে ভরাডুবির কারণ পর্যালোচনায় বিজেপি নেতা সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০২৪ ১৮:৪৫ Asia/Dhaka
  • সংখ্যালঘু ও বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় মমতার কড়া বার্তা

সংখ্যালঘু ইস্যুতে নাম না করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে 'চাই না' বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্প্রতি বিধানসভা ভোটে ভরাডুবির কারণ পর্যালোচনায় বিজেপি নেতা সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন।

আজ (সোমবার ২৯ জুলাই) বিধানসভায় দাঁড়িয়ে মমতা বললেন, বিজেপির এক নেতা বললেন, একে-ওকে চাই না। আমরা বলছি আপনাকে চাই না। বিভিন্ন ইস্যুতে বিজেপির তীব্র সমালোচনা করেন মমতা।

 মুখ্যমন্ত্রী বললেন, আমাদের স্লোগান হবে, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই, আপনাকে চাই না।' মমতা আরো বলেন, বিজেপির কাজ শুধু মানুষকে বঞ্চিত করা।

মমতা বন্দোপাধ্যায়

নীতি আয়োগের বৈঠকে মমতার বক্তব্যের সময় মাইক্রোফোন বন্ধ করে দেয়ার অভিযোগ নিয়ে আজ বিধানসভায় আলোচনা পর্বে মুখ্যমন্ত্রী বলেন, একদিকে উত্তরবঙ্গের নদীগুলির কারণে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ‘উদাসীনতা’ অন্যদিকে মাঝেমধ্যে উত্তরবঙ্গ ভাগের দাবি উসকে দেয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে! বাংলা ভাগ তো হবেই না।  যারা এর বিরুদ্ধে  আলোচনা করছেন তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। আমাদের স্লোগান হবে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, আপনাকে চাই না।#

পার্সটুডে/জিএআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।