‘গাজা যুদ্ধ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক ইস্যু’
https://parstoday.ir/bn/news/event-i140076-গাজা_যুদ্ধ_বিশ্বের_সবচেয়ে_গুরুত্বপূর্ণ_মানবিক_ইস্যু’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি এই বর্বরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • ‘গাজা যুদ্ধ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক ইস্যু’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি এই বর্বরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান।

আজ (সোমবার) কিউবার উপ পররাষ্ট্রমন্ত্রী ইলিও রদ্রিগেজ পেরডোমোর সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কিউবার মন্ত্রী তেহরান সফর করছেন। 

বাকেরি কানি বলেন, এই মুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর যে অপরাধযজ্ঞ চলছে তা বন্ধ করা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় ইস্যু। তিনি আরো বলেন, গাজায় যা ঘটছে তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট উদাহরণ। এ অবস্থায় এইসব অপরাধ বন্ধের জন্য আমাদের আরো জোরালো প্রচেষ্টা চালানো উচিত। 

ফিলিস্তিন ইস্যুতে কিউবার অবস্থানের প্রশংসা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান ও কিউবার স্বাধীন এবং স্বতন্ত্র নীতি অনুসরণ করে এবং আন্তর্জাতিক হুমকি ও একাধিপত্যবাদিতার বিরুদ্ধে দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা থাকা দরকার।

কিউবার মন্ত্রী বলেন, তেহরানের সাথে সম্পর্ক বাড়াতে হাভানার আগ্রহ প্রকাশের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।

তিনি ইরানের নতুন সরকার ও কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কিউবার পূর্ণ প্রস্তুতির কথাও জানান। রদ্রিগেজ পেরডোমো জোর দিয়ে বলেন, কিউবা ফিলিস্তিনিদের অধিকার সমুন্নত রাখার বিষয়টিকে সমর্থন করে। তিনি জানান, গাজায় ইসরাইলের অপরাধ মোকাবেলা করা তার দেশের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পাচ্ছে বলেও তিনি জানান।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৯