ইসরাইলকে কঠিন ও বেদনাদায়ক জবাব দেয়া হবে: আইআরজিসি’র হুঁশিয়ারি 
https://parstoday.ir/bn/news/event-i140150-ইসরাইলকে_কঠিন_ও_বেদনাদায়ক_জবাব_দেয়া_হবে_আইআরজিসি’র_হুঁশিয়ারি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার কঠোর এবং বেদনাদায়ক জবাব দেবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০১, ২০২৪ ১১:১২ Asia/Dhaka
  • ইসরাইলকে কঠিন ও বেদনাদায়ক জবাব দেয়া হবে: আইআরজিসি’র হুঁশিয়ারি 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার কঠোর এবং বেদনাদায়ক জবাব দেবে। 

আজ (বুধবার) এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, কোনো সন্দেহ নেই ইহুদিবাদী ইসরাইলের এই ঘৃণ্য অপরাধযজ্ঞের কঠিন এবং বেদনাদায়ক জবাব দেয়া হবে। এতে আরো বলা হয়েছে, “এই ভয়াবহ অপরাধ প্রমাণ করে যে- খুনি, ক্রিমিনাল ও সন্ত্রাসী ইসরাইল আন্তর্জাতিক আইন এবং নীতিমালা লঙ্ঘন করে যেকোন অপরাধ করতে তারা দ্বিধা করে না। গাজা উপত্যকায় গত ১০ মাস ধরে ইহুদিবাদী ইসরাইল যে অপমানজনক ব্যর্থতার মুখে পড়েছে তা ঢাকতেই তারা ইসমাইল হানিয়াকে হত্যার মতো ঘৃণ্য এই অপরাধের পথ বেছে নিয়েছে।”

বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের কাপুরুষোচিত হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী।#

 

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`