'জীবিত হানিয়ার চেয়েও শহীদ হানিয়া ইসরাইলের জন্য বেশি বিপজ্জনক হবে'
https://parstoday.ir/bn/news/event-i140202-'জীবিত_হানিয়ার_চেয়েও_শহীদ_হানিয়া_ইসরাইলের_জন্য_বেশি_বিপজ্জনক_হবে'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, জীবিত ইসমাইল হানিয়ার চেয়ে শহীদ ইসমাইল হানিয়া কুফরি শক্তির জন্য বেশি বিপজ্জনক হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০২, ২০২৪ ২০:২৩ Asia/Dhaka
  • হাজ আলী আকবারি
    হাজ আলী আকবারি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, জীবিত ইসমাইল হানিয়ার চেয়ে শহীদ ইসমাইল হানিয়া কুফরি শক্তির জন্য বেশি বিপজ্জনক হবে।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন। তিনি আরও বলেন, শিশুঘাতক ইসরাইল ফিলিস্তিনি নেতাকে হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবলের ওপর আঘাত হানতে চেয়েছে, একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্মান-মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। কিন্তু তারা ভাবতেও পারেনি যে, শাহাদাতই ছিল ইসমাইল হানিয়ার বহু বছরের আকাঙ্ক্ষা। তিনি শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন।

হাজ আলী আকবারি বলেন, ইহুদিবাদী ইসরাইল পুরোপুরি ডুবে যাওয়ার আগে এখন হাত-পা নাড়িয়ে বাঁচার চেষ্টা করছে। গাজায় কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এ কারণে তারা হতাশ হয়ে এমন হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে। এগুলো করে ইসরাইলের শেষরক্ষা হবে না বলে তিনি মন্তব্য করেন।

গত বুধবার খুব ভোরে ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে দখলদার ইসরাইলের এক হামলায় শহীদ হন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও তাঁর দেহরক্ষী ওয়াসিম আবু শাবান।# 

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`