দেশে দেশে গায়েবানা জানাযা
দোহার একটি রাজকীয় গোরস্থানে শহীদ ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে কাতারের রাজধানী দোহার একটি কবরস্থানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরাইলের হামলায় হানিয়া শাহাদাতবরণ করেন।
কাতারের রাজধানী দোহায় হামাসের প্রবাসী দপ্তর অবস্থিত এবং ইসমাইল হানিয়া দোহা দপ্তরে নিয়োজিত ছিলেন। তাকে শুক্রবার দোহার উত্তরে লুসাইল এলাকার একটি রাজকীয় কবরস্থানে দাফন করা হয়। তাকে চিরবিদায় জানানোর অনুষ্ঠানে ফিলিস্তিনি নেতাদের পাশাপাশি ইরানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ-রেজা আরেফ ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি উপস্থিত ছিলেন।
এর আগে দোহার বৃহত্তম মসজিদ ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে শহীদ ইসমাইল হানিয়ার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এই নামাজে মধ্যপ্রাচ্যের বহু দেশ থেকে আগত রাষ্ট্রীয় অতিথিরা অংশগ্রহণ করেন। এছাড়া, গাজা উপত্যকা ও পশ্চিম তীরের পাশাপাশি জর্দান, লেবানন, তুরস্ক, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ আরো অনেক দেশে শহীদ হানিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানে অনুষ্ঠিত গায়েবানা জানায়ায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কে অনুষ্ঠিত গায়েবানা জানাযায় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অংশগ্রহণ করেন। ওই দুই দেশে ইসমাইল হানিয়ার শাহাদাত উপলক্ষে একদিন করে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে। #
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।