‘একমাত্র চূড়ান্ত ব্যবস্থা ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করতে পারে’ 
https://parstoday.ir/bn/news/event-i140404-একমাত্র_চূড়ান্ত_ব্যবস্থা_ইসরাইলকে_আন্তর্জাতিক_আইন_মেনে_চলতে_বাধ্য_করতে_পারে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, একমাত্র চূড়ান্ত ব্যবস্থা ইহুদিবাদী ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করতে পারে। একই সাথে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়া ঘৃণ্য ও ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা জানান। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৮, ২০২৪ ২০:৫৮ Asia/Dhaka
  • ‘একমাত্র চূড়ান্ত ব্যবস্থা ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করতে পারে’ 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, একমাত্র চূড়ান্ত ব্যবস্থা ইহুদিবাদী ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করতে পারে। একই সাথে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়া ঘৃণ্য ও ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা জানান। 

ইসরাইলের চরম উগ্রবাদী অর্থমন্ত্রী বিজালেল স্মোট্রিচ সম্প্রতি ২০ লাখ ফিলিস্তিনিকে না খেয়ে মারার পক্ষে সাফাই গিয়েছেন তারও কঠোর নিন্দা জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, "অপরাধী ইহুদিবাদী অপরাধী চক্রের এই সদস্যের বিবৃতিগুলো এক ধরণের প্রকাশ্য ঘোষণা এবং স্বীকারোক্তি মাত্র।" আজ (বৃহস্পতিবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

নাসের কানয়ানি বলেন, ইহুদিবাদী ইসরাইলিদের ঘৃণ্য অপরাধ এবং হত্যাযজ্ঞের কোনো সীমা নেই। বেজালালের এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।#

পার্সটুডে/এসআইবি/ জিএআর/ ৮