গাজার আরো ২ ফিলিস্তিনি সাংবাদিককে পরিবারসহ হত্যা করল ইসরাইল
(last modified Sat, 10 Aug 2024 04:38:18 GMT )
আগস্ট ১০, ২০২৪ ১০:৩৮ Asia/Dhaka
  • গাজার আরো ২ ফিলিস্তিনি সাংবাদিককে পরিবারসহ হত্যা করল ইসরাইল

গাজা উপত্যকায় কর্মরত আরো দু’জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় নিহত সংবাদকর্মীর সংখ্যা ১৬৮ জনে পৌঁছাল।

গতকাল (শুক্রবার) গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি বাড়িতে ইসরাইলি বোমাবর্ষণে ফিলিস্তিন ব্রডকাস্টিং কর্পোরেশন বা পিবিসি’র সাংবাদিক তামিম মুয়াম্মার তার পরিবারসহ শহীদ হন। খান ইউনিসেরই আরেকটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় হামাস-পরিচালিত আল-আকসা টিভির রিপোর্টার আব্দুল্লাহ আল-সুসি তার পরিবারের সকল সদস্যসহ শাহাদাতবরণ করেন।

ফিলিস্তিনি গণমাধ্যম কর্মীরা গাজার সাংবাদিকদেরকে তাদের পরিবারের সদস্যসহ হত্যা করার ইসরাইলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে গাজা উপত্যকার সঠিক পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরার কাজ থেকে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরত রাখা যাবে না।

ফিলিস্তিনি গণমাধ্যম কর্মীরা এক বিবৃতিতে ইসরাইলি হামলায় সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ না করতে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, সাংবাদিক হত্যার দায়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে ইসরাইলি ঘাতকদের বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সমাজের চেষ্টা চালানো উচিত।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ