লেবাননের বেসামরিক নাগরিক হত্যার প্রতিশোধ
গিয়াটনে ইসরাইলের সামরিক সদর দফতরে রকেট হামলা চালালো হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের একটি সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ (সোমবার) এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার কথা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরাইলের গিয়াটনে যে নতুন ডিভিশনের সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে তার ওপর বেশ কিছু কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। হিজবুল্লাহ পরিষ্কার করে বলেছে, দক্ষিণ লেবাননের বেসামরিক এলাকায় বিশেষ করে মারুব শহরে সাধারণ জনগণের ওপর আগ্রাসন চালানোর জবাবে ইহুদিবাদী ইসরাইলের সামরিক সদর দপ্তরে এই হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহ এও বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরপরাধ জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল গত দশ মাসের বেশি সময় ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তারও জবাব দেয়া হয়েছে এই কাতিউশা রকেট হামলার মধ্য দিয়ে।
ইসরাইলের গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলদার বাহিনীর আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।#
- পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন