পলিটিকোর রিপোর্ট
বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য 'উন্মুক্ত'
ইউক্রেনে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে হোয়াইট হাউস "উন্মুক্ত অবস্থান" নিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনেকে সরবরাহ করা হলে মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমানগুলো আরো বেশি যুদ্ধ ক্ষমতা অর্জন করবে। মার্কিন গণমাধ্যম পলিটিকো গতকাল (বৃহস্পতিবার) বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ রিপোর্ট করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা পলিটিকোকে বলেন, জয়েন্ট এয়ার-টু-সারফেস স্ট্যান্ডঅফ মিসাইল বা জেএএসএসএম পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি, তবে পেন্টাগন বর্তমানে "জটিল অবস্থার মধ্যদিয়ে কাজ করছে।" এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে- সংবেদনশীল প্রযুক্তি স্থানান্তরের বিষয়ে পর্যালোচনা এবং ইউক্রেনের বিমানগুলো ২৪০০ পাউন্ড ওজনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে তা নিশ্চিত করা। এসব বিমান বর্তমানে ১০০০ পাউন্ড ওজনের ওয়ারহেড বহন করে।
মার্কিন অস্ত্র ও বিমান নির্মাকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, জয়েন্ট এয়ার-টু-সারফেস স্ট্যান্ডঅফ মিসাইল বা জেএএসএসএম শুধুমাত কয়েকটি মিত্র দেশের কাছে রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।