প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে পার্লামেন্টে বিতর্ক শুরু
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদে প্রস্তাবিত নতুন মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতা পর্যালোচনার কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় প্রস্তাবিত মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের বিষয়ে জাতীয় সংসদে বিতর্ক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিসভার নাম প্রস্তাব করার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের সমস্যা সমাধানে সরকারের তিনটি শাখার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
গতকাল (শনিবার) সংসদের উন্মুক্ত অধিবেশনে পেজেশকিয়ান তার সরকারের মন্ত্রিসভার ১৯টি পদের জন্য নাম প্রস্তাব করেন। মন্ত্রিসভার সদস্যদের বাছাই করার ক্ষেত্রে তিনি কঠোর অবস্থান গ্রহণের পরিবর্তে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নমনীয়ভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি বলেন, “আজকে সংসদে যে মন্ত্রিসভার তালিকা উত্থাপন করা হয়েছে তা জাতীয় ঐক্যের সরকার; জাতীয় ঐক্যের সরকার এমন একটি সরকার যা নিজেকে সমস্ত ইরানি জনগণের সরকার বলে মনে করে।”#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।