আইআরজিসি প্রধানের অঙ্গীকার
‘ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের মাটিতে ইহুদিবাদী ইসরাইলের সংঘটিত অপরাধের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেয়া হবে। এ বিষয়ে তেহরান তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
গতকাল (শনিবার) সন্ধ্যায় জেনারেল সালামি ইরাক সীমান্তবর্তী খোসরাভি ক্রসিং পয়েন্ট পরিদর্শনকালে একথা বলেন।
গত ৩১ জুলাই তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার ওপর গুপ্তহত্যা পরিচালনা করে। এ বিষয়ে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আল্লাহ চাইলে আপনারা প্রতিশোধের বিষয়ে সুসংবাদ শুনতে পাবেন।"
খোসরাভি সীমান্ত ক্রসিং পরিদর্শনের সময় জেনারেল সালামিকে ঘিরে একদল মানুষ ইসরাইলের মৃত্যু এবং শহীদ হানিয়ার রক্তের প্রতিশোধের দাবিতে স্লোগান দেন। এসব ব্যক্তি ইমাম হোসাইন (আ)-এর আরবাইন অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে যাচ্ছিলেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।