আবার গাজার উদ্বাস্তুদের ওপর হামলা; ১১ জন শহীদ
https://parstoday.ir/bn/news/event-i141238-আবার_গাজার_উদ্বাস্তুদের_ওপর_হামলা_১১_জন_শহীদ
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী গাজা শহরের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি শহীদ এবং অনেকে আহত হয়েছেন। হতাহতদের সবাই উদ্বাস্তু হয়ে স্কুল ভবনে আশ্রয় নিয়েছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৪ ১৫:৫৪ Asia/Dhaka
  • আবার গাজার উদ্বাস্তুদের ওপর হামলা; ১১ জন শহীদ

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী গাজা শহরের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি শহীদ এবং অনেকে আহত হয়েছেন। হতাহতদের সবাই উদ্বাস্তু হয়ে স্কুল ভবনে আশ্রয় নিয়েছিলেন।

এর আগেও ইসরাইল বহুবার স্কুল, মসজিদ বা হাসপাতালে আশ্রয় নেয়া উদ্বাস্তুদের ওপর হামলা চালিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা সত্ত্বেও সে ধারা অব্যাহত রেখেছে। 

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গতকাল (রোববার) গাজা শহরের জেইতুন এলাকার সাফাদ স্কুলে হামলা চালায় ইসরাইল। 

সূত্রটি বলছে, গাজার স্কুলে ইসরাইলি বোমা হামলায় শহীদের সংখ্যা ছয় থেকে বেড়ে ১১ হয়েছে। হামলায় আহতদেরকে গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজকে বলেছেন, ইসরাইলি বোমা হামলার তীব্রতায় শহীদদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তারা জানিয়েছেন, স্কুলের ভবনে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন কিন্তু হামলায় ভবনটি ধ্বংস হয়ে গেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২