‘ড. মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন’
https://parstoday.ir/bn/news/event-i141250-ড._মাসুদ_পেজেশকিয়ান_প্রথম_বিদেশ_সফরে_ইরাক_যাবেন’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান তার প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন। কয়েকটি সুত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম গতকাল (রোববার) এই খবর প্রকাশ করেছে। 
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৪ ১৮:১০ Asia/Dhaka
  • ‘ড. মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান তার প্রথম বিদেশ সফরে ইরাক যাবেন। কয়েকটি সুত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম গতকাল (রোববার) এই খবর প্রকাশ করেছে। 

রিপোর্টে বলা হয়েছে, ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদের আনুষ্ঠানিক আমন্ত্রণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাষ্ট্রীয় এই সফর করবেন। 

খবরে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার আগে ইরাক সফর করবেন। 

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ড. পেজেশকিয়ান প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেবেন বলে ঘোষণা করেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৬