‘মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিমজ্জিত করা থেকে ইসরাইলকে বিরত রাখতে হবে
https://parstoday.ir/bn/news/event-i141334-মধ্যপ্রাচ্যকে_যুদ্ধে_নিমজ্জিত_করা_থেকে_ইসরাইলকে_বিরত_রাখতে_হবে
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করা থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই বিরত রাখতে হবে। তেল আবিবের প্রতি ব্যপাকভিত্তিক সমর্থনের বিষয়েও পশ্চিমা সরকারগুলোকে সতর্ক করেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৪ ১১:১০ Asia/Dhaka
  • ‘মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিমজ্জিত করা থেকে ইসরাইলকে বিরত রাখতে হবে

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করা থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই বিরত রাখতে হবে। তেল আবিবের প্রতি ব্যপাকভিত্তিক সমর্থনের বিষয়েও পশ্চিমা সরকারগুলোকে সতর্ক করেন তিনি।

মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোগান এসব কথা বলেন। তিনি আরো বলেন, কিছু রাষ্ট্র ইসরাইলকে "নিঃশর্ত সমর্থন" দেয়া অব্যাহত রেখেছে।

এরদোগানকে উদ্ধৃত করে আল জাজিরা বলেছে, "এই ফ্যাশনে তারা ইসরাইলের অপরাধের অংশীদার।" তারা গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধযজ্ঞ ও গণহত্যায় সহযোগীর ভূমিকা পালন করছে" এরদোগান বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজার বেসামরিক মানুষের ওপর হাজার হাজার টন বোমা ফেলার পাশাপাশি গাজায় দুর্ভিক্ষ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এরদোগান বলেন, "প্রতিটি ফিলিস্তিনি নাগরিক বা শিশু যারা অনাহারে মারা যায়, তাদের মৃত্যুর জন্য ইসরাইল এবং তার সমর্থকরা দায়ী।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।