ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মূল লক্ষ্য হচ্ছে দোনবাস এলাকা দখল করা
https://parstoday.ir/bn/news/event-i141360-ইউক্রেন_যুদ্ধে_রাশিয়ার_মূল_লক্ষ্য_হচ্ছে_দোনবাস_এলাকা_দখল_করা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে দোনবাস এলাকা মস্কোর নিয়ন্ত্রণে নেয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় ৩০ মাস পর প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৪:৪৯ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মূল লক্ষ্য হচ্ছে দোনবাস এলাকা দখল করা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে দোনবাস এলাকা মস্কোর নিয়ন্ত্রণে নেয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় ৩০ মাস পর প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন। 

গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের বার্ষিক অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় পুতিন একথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে যে হামলা চালিয়েছে তা দোনবাসকে দখল করার কাজ আরো সহজ করে দিয়েছে।

পুতিন বলেন, "শত্রুদের কুরস্কে লক্ষ্য ছিল আমাদের উদ্বিগ্ন হতে বাধ্য করা, তাড়াহুড়ো করা, সৈন্য সরিয়ে দেয়া এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ করে দোনবাসে আমাদের আক্রমণ বন্ধ করা- যে দোনবাসের মুক্তি আমাদের প্রধান ও প্রাথমিক লক্ষ্য।" 

তিনি বলেন, ইউক্রেনের কুরস্কে ভালো প্রস্তুতি গ্রহণকারী ইউনিট পাঠিয়ে দোনবাসে মস্কোর অভিযান দ্রুততর হয়েছে। শত্রু প্রধান এলাকায় নিজেকে দুর্বল করেছে, আমাদের সেনাবাহিনী তার আক্রমণাত্মক কার্যক্রমকে ত্বরান্বিত করেছে।"

রাশিয়ার সেনারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে প্রাণঘাতী হামলা চালানোর ঠিক একদিন পর পুতিনের এ মন্তব্য এসেছে।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬