২০২৬ সালের মধ্যে সকল বিদেশি সেনা ইরাক ত্যাগ করবে
ইরাক থেকে সেনা সরিয়ে নিতে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে সমঝোতা হয়েছে
ইরাক থেকে মার্কিন-নেতৃত্বাধীন সেনা সরিয়ে নিতে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। এসব গণমাধ্যম বলেছে, সমঝোতা অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে শত শত বিদেশি সেনা সরিয়ে নেয়া হবে এবং অবশিষ্ট সকল সেনা ২০২৬ সালের মধ্যে ইরাক ত্যাগ করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাক ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারগুলোর বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হলেও সরকারগুলোর পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো যৌথ ঘোষণা দেয়া হয়নি।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বাত দিয়ে রয়টার্স বলেছে, “আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, এখন ঠিক কবে তা ঘোষণা করা হবে সে বিষয়টি বাকি রয়ে গেছে।”
বার্তা সংস্থাটি জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই এ সংক্রান্ত যৌথ ঘোষণা দেয়ার কথা থাকলেও গাজা উপত্যকার ওপর ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধসহ আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
ইরাকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফরহাদ আলাউদ্দিন এ সম্পর্কে রয়টার্সকে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে ইরাক থেকে মার্কিন-নেতৃত্বাধীন যৌথ বাহিনী প্রত্যাহার বিষয়ক কৌশলগত আলোচনা শেষ হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ককে এখন ইরাক একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এসব দেশের সঙ্গে বাগদাদ এখন সামরিক, নিরাপত্তাগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় বলে তিনি উল্লেখ করেন। #
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।