আরজি কর হাসপাতাল কাণ্ড:
বিনীত গোয়েল অপসারিত, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা
-
মনোজ বর্মা- বিনীত গোয়েল
আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দাবির মুখে বিনীত গোয়েলকে সরিয়ে মনোজ বর্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। কলকাতা পুলিশে তিনি ডিসি ডিডি (স্পেশাল), ডিসি (ট্র্যাফিক) পদেও ছিলেন।
আজ (মঙ্গলবার) বিকেলে রাজ্যের সচিবালয় নবান্ন জানিয়েছে, আলোচনায় অন্য কয়েকজন আইপিএস অফিসারের নাম থাকলেও শেষপর্যন্ত মনোজকেই পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে বদল আনা হয়েছে। কলকাতার সদ্যপ্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি (এসটিএফ) পদে।
পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলনের শুরুর দিন থেকে জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি ছিল, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। পাশাপাশি, ডিসি সেন্ট্রাল অভিষেক গুপ্তের অপসারণ। অভিষেক গুপ্তার বদলে ডিসি সেন্ট্রাল পদে এলেন দীপক সরকার।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। ওই দিন থেকে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা পাঁচ দফা দাবি নিয়ে সরব হয়েছেন। সেই পাঁচ দফার মধ্যে অন্যতম দাবি ছিল, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীতকে অপসারণ। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন বিনীত গোয়েল। তাঁর নেতৃত্বে অপরাধের প্রমাণ নষ্ট করে হয়েছে। অবশেষে তাঁদের দাবি মেনে নিলেন মমতা।#
পার্সটুডে/এমএআর/১৭