দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ; ৪ দখলদার সেনা খতম
https://parstoday.ir/bn/news/event-i141750-দক্ষিণ_গাজার_রাফায়_ভয়াবহ_সংঘর্ষ_৪_দখলদার_সেনা_খতম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইলের অন্তত চার বর্বর সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) একথা ঘোষণা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:০৭ Asia/Dhaka
  • দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ; ৪ দখলদার সেনা খতম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইলের অন্তত চার বর্বর সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) একথা ঘোষণা করেছে।

নিহত সেন্যরা হলো- ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন তোফ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন। এর মধ্যে মিমন তোফ ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার। নিহতদের বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে। নাইম হলেন প্রথম মহিলা সৈনিক যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের সময় নিহত হলেন। 

এসব সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের হিসাব মতে- নিহত দখলদার সেনার সংখ্যা ৩৪৮-এ দাঁড়ালো। গতকালের সংঘর্ষে যে চার সেনা নিহত হয়েছে ওই কোম্পানিরই এক অফিসার ও দুই সৈনিক গুরুতরভাবে আহত হয়েছে। 

এদিকে, আলাদা আরেক ঘটনায় গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের একজন অফিসার গতকাল রাফায় আরপিজি ফায়ারে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাও ইসরাইলি বাহিনী নিশ্চিত করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।