গভীর সম্পর্কের দিকে ইরান-রাশিয়া
কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করলনে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। গতকাল (বুধবার) জারি করা একটি ডিক্রির মাধ্যমে পুতিন এই অনুমোদন দেন।
ডিক্রিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর করা হবে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ইরানের রাজধানী তেহরান সফরের একদিন পর এই খবর এলো। তেহরান সফরের সময় শোইগু প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
পেজেশকিয়ানের সাথে বৈঠকে শোইগু জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন তাকে ইরানের কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলেছিলেন যে, আঞ্চলিক ইস্যুতে ইরানের সাথে সহযোগিতার বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
পেজেশকিয়ান এরইমধ্যে রাশিয়ার নিরাপত্তা প্রধানকে আশ্বস্ত করেছেন যে, রুশ-ইরান সম্পর্ক স্থায়ী এবং দীর্ঘস্থায়ী পথ ধরে প্রসারিত হতে থাকবে। তিনি জোর দিয়ে বলেন, দু দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি উভয় দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং অন্যায় পদক্ষেপের প্রভাব কমাতে সাহায্য করবে।
২০০১ সালে ইরান এবং রাশিয়া পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নীতির ভিত্তিতে ১০ বছর মেয়াদি একটি চুক্তি সই করে। এর মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিটি দুই দফায় পাঁচ বছর করে বাড়ানো হয়েছে। সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।