জবাবে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/event-i141850-জবাবে_ইসরাইলি_গোয়েন্দা_সংস্থা_ও_সামরিক_ঘাঁটিতে_ঝাঁকে_ঝাঁকে_রকেট_নিক্ষেপ
লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার জবাবে দখলদার সেনাবাহিনীর একটি প্রধান কমান্ড সেন্টার, গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের উত্তরাঞ্চলীয় অবৈধ ইহুদি বসতিগুলোতেও হিজবুল্লাহ হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১৫:২৩ Asia/Dhaka
  • জবাবে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ

লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার জবাবে দখলদার সেনাবাহিনীর একটি প্রধান কমান্ড সেন্টার, গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের উত্তরাঞ্চলীয় অবৈধ ইহুদি বসতিগুলোতেও হিজবুল্লাহ হামলা চালায়।

হামলার সময় ইসরাইল উত্তরাঞ্চলের ৩০টিও বেশি অবৈধ বসতি স্থাপনায় সাইরেন বাজায়। ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, বিমান হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় ২০০ রকেট এবং ড্রোন দিয়ে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় উত্তরাঞ্চলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক ভীতি ও ত্রাসের সৃষ্টি হয়। হামলার সময় বাজানো সতর্ক সংকেতে লোকজন হুড়োহুড়ি করে আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়াতে থাকে। 

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলে তারা কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে। তারা বলছে, তাদের রকেট ও ড্রোনের লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের উত্তরাঞ্চলের চারটি সামরিক ঘাঁটি ও গোয়েন্দা সংস্থার সদর দপ্তর। 

হিজবুল্লাহ দাবি করেছে, গতকাল বিমান হামলায় সংগঠনের শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার জন্য এই গোয়েন্দা সদর দপ্তর দায়ী। গতকাল ইসরাইলের বিমান হামলায় বৈরুতের আট জন অধিবাসী শহীদ এবং ৫৯ জন আহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।