স্থল আগ্রাসন চালালে আমরা হিজবুল্লাহর পাশে থাকব: আব্দুল-মালিক আল-হুথি
https://parstoday.ir/bn/news/event-i142072-স্থল_আগ্রাসন_চালালে_আমরা_হিজবুল্লাহর_পাশে_থাকব_আব্দুল_মালিক_আল_হুথি
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী লেবাননে স্থল আগ্রাসন চালালে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন লেবাননের হিজবুল্লাহর পাশে দাঁড়াতে কুণ্ঠিত হবে না বলে ঘোষণা করেছে এই আন্দোলন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১৫:০৩ Asia/Dhaka
  • আব্দুল-মালিক আল-হুথি
    আব্দুল-মালিক আল-হুথি

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী লেবাননে স্থল আগ্রাসন চালালে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন লেবাননের হিজবুল্লাহর পাশে দাঁড়াতে কুণ্ঠিত হবে না বলে ঘোষণা করেছে এই আন্দোলন।

বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আনসারুল্লাহ নেতা আব্দুল-মালিক আল-হুথি এ ঘোষণা দিয়েছেন। তিনি লেবাননে সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হিজবুল্লাহ যাতে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থন দিতে না পারে সে লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে লেবাননে যে হামলা চালানো হচ্ছে তার পরিকল্পনা বহু বছর ধরে করে আসছিল ইসরাইল। তবে হিজবুল্লাহ বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে হুথি মন্তব্য করেন।

আনসারুল্লাহ নেতা বলেন, মানবতার শত্রু  ইসরাইল গাজা ধ্বংস করার একই পদ্ধতি লেবাননে অনুসরণ করছে। তারা লেবাননেও আবাসিক ঘরবাড়িতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে। কিন্তু তা সত্ত্বেও গাজার প্রতি হিজবুল্লাহর সমর্থন দিন দিন শক্তিশালী ও অধিকতর কার্যকর হয়ে উঠছে।

হিজবুল্লাহর ইসরাইলবিরোধী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করে আব্দুল-মালিক আল-হুথি বলেন, ঘটনাক্রমে হিজবুল্লাহ এসব হামলা চালিয়ে লেবাননের জাতীয় স্বার্থ রক্ষা করছে। কারণ, ইহুদিবাদী ইসরাইল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারলে নিশ্চিতভাবে এরপরই লেবাননে আগ্রাসন শুরু করত।

২০০৬ সালে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের কথা স্মরণ করে আনসারুল্লাহ নেতা বলেন, লেবাননে স্থল আগ্রাসন চালালে ইসরাইল মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং তার চূড়ান্ত পরিণতি হবে তেল আবিবের বিশাল পরাজয়। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৭