লেবাননের রাজধানী বৈরুতে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরাইল
(last modified Sat, 28 Sep 2024 05:50:36 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:৫০ Asia/Dhaka
  • লেবাননের রাজধানী বৈরুতে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরাইল

লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে শুক্রবার বিকেল থেকে শুরু করে আজ (শনিবার) সকাল পর্যন্ত ভয়াবহ ও নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে মানবতার শত্রু  ইসরাইল।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে শুক্রবার বিকেলে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদরদপ্তর লক্ষ্য করে তুমুল বিমান হামলায় ইহুদিবাদী বাহিনী। হিজবুল্লাহর আল মানার টিভির খবরে বলা হয়েছে, হামলায় বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয় এবং চারটি ভবন সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যায়।

দখলদার বাহিনী দাবি করেছে, দক্ষিণ বৈরুতের ওই বেসামরিক এলাকার ভেতরে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সেন্টার রয়েছে। তেল আবিব দাবি করেছে, হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবারের হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত আটজন নিহত ও ৮০ জনের বেশি আহত হন।

ওই হামলার কয়েক ঘণ্টা পর আজ (শনিবার) ভোররাতে আবার একই এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।  দক্ষিণ বৈরুতের আল-হাদাস ও লাইলাকি এলাকার কয়েকটি ভবন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আজ সকালেই ৩০টির বেশি হামলা চালানো হয় বলে প্রেসটিভি জানিয়েছে।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, দক্ষিণ বৈরুতের আবাসিক এলাকার ভেতরে লুকিয়ে রাখা হিজবুল্লাহর অস্ত্র ও গোলাবারুদ ভাণ্ডারের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। তবে হিজবুল্লাহর গণমাধ্যম অধিদপ্তর ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দক্ষিণ বৈরুতের যেসব আবাসিক ভবনে সমরাস্ত্র রাখা আছে বলে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ইসরাইলি বাহিনী মূলত গাজা উপত্যকার মতো লেবাননেও বেসামরিক নাগরিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।