দখলদার বাহিনীর আগ্রাসনের জবাব
ইসরাইলের পুরো উত্তরাঞ্চল জুড়ে হিজবুল্লাহর রকেট বৃষ্টি
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদবাদী ইসরাইলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে এসব হামলা চালায়।
গতকাল (শুক্রবার) ইহুদিবাদী ইসরাইল মার্কিন নির্মিত এফ-৩৫ জঙ্গীবিমানের সাহায্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়েহ এলাকায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে ছয়টি বেসামরিক ভবন সম্পূর্ণ উড়িয়ে দেয়ার পর হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালালো।
হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তারা এক ঝাঁক ফাদি-৩ ক্ষেপণাস্ত্র দিয়ে আজ সকালে রামাত ডেভিড সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলের কাবরি ইহুদি বসতিতেও ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। পাশাপাশি ভূমধ্যসাগর তীরবর্তী নাহারিয়া শহরেও ফাদি-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
ইসরাইল গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ শুক্রবার রাতে প্রায় ৭৫টি রকেট ছুড়েছে। এরমধ্যে ইসরাইলের সাফেদ শহরে অন্তত ত্রিশটি রকেট আঘাত হানে। এতে শহরের কয়েকটি এলাকায় বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরাইলি বাহিনীর স্বীকার করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন