ইসরাইলি হামলার মধ্যে হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো  হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i142320-ইসরাইলি_হামলার_মধ্যে_হাইফায়_ক্ষেপণাস্ত্র_হামলা_চালালো_হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফা নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ (শুক্রবার) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা স্থানীয় সময় সকাল ৭টায় হাইফা শহরের উত্তরে ক্রায়োতে ​​ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ০৪, ২০২৪ ১৯:৪৪ Asia/Dhaka
  • ইসরাইলি হামলার মধ্যে হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো  হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফা নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ (শুক্রবার) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা স্থানীয় সময় সকাল ৭টায় হাইফা শহরের উত্তরে ক্রায়োতে ​​ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, এই হামলাটি গাজায় গণহত্যামূলক যুদ্ধের শিকার হওয়া ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং লেবাননে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে। 

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলি মিডিয়ার তথ্য মতে- হাইফা, সিজারিয়া, পশ্চিম গ্যালিলি, লোয়ার গ্যালিলি, একর এবং নাহারিয়াতে সাইরেন বাজানো হয়।

প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ কিরিয়াত শামোনায় মোতায়েন করা মর্টারের ওপরও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া, মালকিয়া পোস্টের আশপাশে একটি মারকাভা ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ট্যাঙ্কের সদস্যরা নিহত বা আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪