ছাত্রলীগ নিষিদ্ধসহ সাত দফা দাবি মাহমুদুর রহমানের
https://parstoday.ir/bn/news/event-i142368-ছাত্রলীগ_নিষিদ্ধসহ_সাত_দফা_দাবি_মাহমুদুর_রহমানের
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে সাত দিনের মধ্যে নিষিদ্ধসহ সাত দফা দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৬, ২০২৪ ১৬:২৯ Asia/Dhaka
  • ছাত্রলীগ নিষিদ্ধসহ সাত দফা দাবি মাহমুদুর রহমানের

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে সাত দিনের মধ্যে নিষিদ্ধসহ সাত দফা দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ (রোববার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এ দাবি জানান। দীর্ঘদিন পর দেশে ফিরে আজ তিনি এ মতবিনিময় সভা করেন।

সাত দফা দাবি উত্থাপন করে মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে।

গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারাদেশে হাজারো ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ-মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের বাহিনী ছিল।

আমার দেশ সম্পাদক বলেন, আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে আগামী এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।#

পার্সটুডে/জিএআর/৬