ইহুদিবাদী ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট-ড্রোন হামলা
(last modified Sun, 06 Oct 2024 13:14:04 GMT )
অক্টোবর ০৬, ২০২৪ ১৯:১৪ Asia/Dhaka
  • ইহুদিবাদী ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট-ড্রোন হামলা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শামোনা শহরে অবৈধ ইহুদি বসতি ও অন্যান্য অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে।

ইহুদিবাদী গণম্যাধমের খবর অনুসারে, গতকাল (শনিবার) রাতে লেবানন থেকে কিরিয়াত শামোনায় অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয় যার ফলে এই অঞ্চলে ব্যাপকভাবে আগুন ধরে যায়। খবরে বলা হয়েছে, রকেট হামলার ফলে সাইরেন বাজানো হয় যা দখলদারদের বিভিন্ন অবস্থান এবং বসতি থেকে শোনা যায়।

ইহুদিবাদী টেলিভিশন চ্যানেল কেএএন আরো জানিয়েছে, গতকাল সকাল হতে লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩৫টিরও বেশি রকেট ছোঁড়া হয়। হিজবুল্লাহ আল-মানারা শহরে দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটি ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে।

অন্য এক অভিযানে ইসরাইলি বাহিনীর বেয়াজ বেলিদা ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানেও কিছু হতাহতের খবর পাওয়া গেছে। আজ সকালে হিজবুল্লাহ জানিয়েছে, "শামশুন" নামে ইহুদিবাদী ইসরাইলের আরেকটি সামরিক ঘাঁটিতে তারা রকেট হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ