‘সমস্যা সমাধানে ব্রিটেনকে বোমা মেরে ডুবিয়ে দিন’
(last modified Tue, 08 Oct 2024 09:09:16 GMT )
অক্টোবর ০৮, ২০২৪ ১৫:০৯ Asia/Dhaka
  • ‘সমস্যা সমাধানে ব্রিটেনকে বোমা মেরে ডুবিয়ে দিন’

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য লন্ডনের ওপর বোমা মেরে ডুবিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার প্রখ্যাত স্কিইং চ্যাম্পিয়ন এলেনা ভ্যালবে গত মাসের শেষ দিকে যে বিবৃতি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন। রাশিয়া টুডের সাথে সাক্ষাৎকারে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং রাশিয়ার স্কিইং ফেডারেশনের প্রধান ভ্যালবে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র দেশের ক্রীড়াবিদদের বেশিরভাগকে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের নিন্দা করেন।

ভ্যালবে বলেন, ‘যদি আমরা লন্ডনের ওপর বোমা ফেলি তাহলে সবকিছুর সমাধান হবে এবং আমরা বিশ্বের সব জায়গায় খেলার সুযোগ পাবো।”

এ মন্তব্য প্রসঙ্গে স্পষ্টবাদী মেদভেদেভ বলেন, “সমস্যা সমাধানের জন্য বোমা হামলার চেয়েও বেশি কার্যকর উপায় আছে। আমাদের ক্রীড়াবিদ ভ্যালবে লন্ডনের ওপর বোমা মারার যে পরামর্শ দিয়েছেন সেটি ঠিক আছে। তবে আমাদের সমস্যার আমূল সমাধান করতে হবে এবং অ্যাংলো-স্যাক্সন কুকুরের অভিশপ্ত দ্বীপটি ডুবিয়ে দিতে হবে।” বিদ্যমান 'সমস্যা' বলতে তিনি খেলাধুলা সংক্রান্ত টানাপড়েন নাকি সাধারণভাবে ব্রিটেনের সাথে রাশিয়ার সমস্যা-সংকুল সম্পর্ককে বুঝিয়েছেন তা বিস্তারিত বলেননি।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ