ইসরাইলের আল-জালিল এলাকায় হিজবুল্লাহর ৪০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/event-i142524-ইসরাইলের_আল_জালিল_এলাকায়_হিজবুল্লাহর_৪০_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ
লেবানন থেকে ইসরাইল অধিকৃত আল-জালিল এলাকায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১০, ২০২৪ ১৭:৩৫ Asia/Dhaka
  • ইসরাইলের আল-জালিল এলাকায় হিজবুল্লাহর ৪০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

লেবানন থেকে ইসরাইল অধিকৃত আল-জালিল এলাকায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

আল জাজিরা টিভি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলে ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্রকে দখলদার ইসরাইল ঠেকাতে পারলেও বাকিগুলো বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

আল-জালিল এলাকার বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। ইসরাইলি গণমাধ্যম বলেছে, মার্গলিউত এলাকায় একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কারিয়াত শামুনা শহরের বাসিন্দাদের সবাইকে আশ্রয় কেন্দ্রে লুকানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।